
চীন-শাংহাই সহযোগিতা সংস্থা স্থানীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রদর্শনী জোন অনুমোদিত হওয়ার পর ৬ বছরে মোট ১২৫টি সংস্কার ফলাফল অর্জিত হয়েছে, শিল্প প্রকল্পগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ১৫০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। শুক্রবার অনুষ্ঠিত এসসিও শীর্ষ-সম্মেলনের শানতোং প্রদেশের বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
শানতোং প্রদেশের ভাইস গভর্নর সোং জুন বলেন, এসসিও প্রদশনী জোনের নেতৃত্বে এসসিও দেশগুলোতে শানতোং প্রদেশের বিনিয়োগ বার্ষিক গড়ে ৩৮.৩ শতাংশ বেড়েছে।
বর্তমান ছিংতাও এসসিও দেশগুলোর সঙ্গে ৪২টি শিপিং রুট, ২২৩টি বিমান রুট চালু করেছে। তা ছাড়া ছিংতাও ৭০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানকে আকর্ষণ করেছে এবং এসসিও আন্তঃসীমান্ত আরএমবি সার্ভিস সেন্টারের ব্যবসার পরিমাণ ১০৮ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।
শানতোং প্রদেশের বাণিজ্য বিভাগ জানিয়েছে এসসিও শীর্ষ-সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে তারা সার্বিকভাবে এসসিও দেশগুলোর সরকার ও কোম্পানির সঙ্গে যোগাযোগ জোরদার করবেন, অব্যাহতভাবে শিল্প সরবরাহ শৃঙ্খল সহযোগিতা আরও গভীর করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম