মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৮ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

ইসরাইলি হামলায় হামাসের সামরিক প্রধান উবাইদা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
ইসরাইলি হামলায় হামাসের সামরিক প্রধান উবাইদা নিহত

গাজায় ইসরাইলি হামলায় রবিবার সকাল থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত ৩২ জন ত্রাণ প্রত্যাশী। এছাড়া গাজা সিটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন- হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে হামলা হয়েছে ছিলো বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবু উবাইদা নিহতের খবরটি নিশ্চিত করেছে হামাসও। 

এদিকে, গাজায় ইসরাইলের অবরোধ ভাঙতে আবারো ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ অনেক মানবাধিকার কর্মী। রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরুর আগে গ্রেটার নৌবহরকে বিদায় জানাতে বার্সেলোনার বন্দরে জড়ো হন হাজারো মানুষ। তারা ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘এটা যুদ্ধ নয়, গণহত্যা’ স্লোগান দিয়ে জাহাজগুলোকে বিদায় জানান।

এবার গ্রেটার সঙ্গে ফ্রিডম ফ্লোটিলায় যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা লিয়াম কানিংহামসহ অনেকে। জাহাজটি ছেড়ে যাওয়ার আগে ইসরাইল সরকরের প্রতি আবারো ক্ষোভ প্রকাশ করেন গ্রেটা।

তিনি বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা গণহত্যার খবর পাচ্ছি। ইসরাইল প্রতিনিয়ত গাজায় মানুষ হত্যা করছে এবং বিশ্বনেতারা এ বিষয়ে নীরবই থাকছে কিন্তু কেন? গাজায় মানুষজন নুন্যতম মৌলিক চাহিদা পূরণেরও সুযোগ পাচ্ছে না। বিশ্বের প্রভাবশালী সরকাররা যখন ব্যর্থ হচ্ছে, সাধারণ মানুষজন তখন জেগে উঠছে। প্রতিটি রাজনীতিবিদ এই গণহত্যাকে প্রশ্রয় দিচ্ছে। এবং শুধু মানুষ নয়, পরিবেশ ও জলবায়ুকে ইসরাইল কিভাবে ধ্বংস করে সে বিষয়ে কেউই সচেতন নয়।

এরই মধ্যে, গাজা সিটিতে অন্য যেকোন সময়ের তুলনায় হামলার তীব্রতা ছাড়িয়ে। গাজার ২০ লাখ মানুষের অর্ধেকই বর্তমানে এই শহরে অবস্থান করছে। এরই মধ্যে শহরটির কেন্দ্রস্থলের দিকে এগিয়ে গেছে ইসারইলের সেনাবাহিনী। এর আগে শনিবারের হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহতের তথ্য নশ্চিত করে ইসরাইল। 

পরে এক বক্তব্যে নেতানিয়াহু জানান, আবু উবাইদাকে লক্ষ্য করেই সুনির্দিষ্ট হামলা চালিয়েছিলো তার বাহিনী। তিনি বলেন, একটি যৌথ অভিযানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা সিন বেট ও সেনাবাহিনী আইডিএফ আবু উবেইদাকে লক্ষ্য করে হামলা চালায়। আমরা জানতে পেরেছি এই অভিযান সফল হয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করার মতো কেউ নেই। তবে, একটা সময় তারা অবশ্যই এর সত্যতা নিশ্চিত করবে।

এদিকে, গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে। তিনি জানান, গত তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরাইল হামলা চালিয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের