মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন

অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হতে যাচ্ছে। সোমবার সিলেটে বিসিবি পরিচালকদের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, নির্বাচনের সম্ভাব্য তারিখ হতে পারে ৪ অক্টোবর।

সভা শেষে বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে জানান, ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিসিবি নির্বাচনের জন্য আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

নাজমুল আবেদীন বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হলে কার্যক্রম দ্রুত এগোবে। বিসিবি গঠনতন্ত্রের নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট ক্লাব ও সংস্থাগুলোকে কাউন্সিলরের নাম পাঠাতে বলা হবে।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে পড়েছে নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব। একজন বিচারপতি, একজন পুলিশ কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন কর্মকর্তা থাকবেন নির্বাচন কমিশনে।

বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে তিন ক্যাটেগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। ক্লাব ক্যাটেগরিতে ১২ জন, বিভাগীয় ক্যাটেগরিতে ১০ এবং অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, সাবেক ক্রিকেটারদের ক্যাটেগরি থেকে একজন পরিচালক থাকেন। বাকি দুজন পরিচালক এনএসসি মনোনীত।

এবারের বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ভালো সম্ভাবনা আছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের