
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এবার লিগটিতে খেলার জন্য মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ২৩ জন ক্রিকেটার।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আগ্রহী। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার এই আসরেও নাম দিয়েছেন সাবেক টাইগার অলরাউন্ডার। তবে রিয়াদের বাইরে বাকি ২২ বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার এবং ৪৫৪ জন বিদেশি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ১৫৩ জন এসেছেন ইংল্যান্ড থেকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ারও একজন করে ক্রিকেটার রয়েছেন তালিকায়।
এ ছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে খেলোয়াড়, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের ৩ জন করে ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিছু বড় নাম দেখা যাবে ড্রাফটে। যেমন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয় এবং সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এছাড়া ৪৬ বছর বয়সী প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির আছেন সবচেয়ে অভিজ্ঞদের তালিকায়।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে এমন তারকাদের মধ্যেও অনেকের নাম আছে ড্রাফটে। তাদের মধ্যে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস। এবারের নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে, আর এজন্য খরচ করতে পারবে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার।
রেডিওটুডে নিউজ/আনাম