বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

প্রীতির হ্যাটট্রিকে নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৭, ২৭ আগস্ট ২০২৫

Google News
প্রীতির হ্যাটট্রিকে নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ

হারলে বিদায়, জিতলে চ্যাম্পিয়ন হওয়ার আশা টিকিয়ে রাখার সমীকরণ সামনে রেখে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে শেষ পর্যন্ত ৪–১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাস–আলপি আক্তাররা। হ্যাটট্রিক করেছেন সৌরভী আকন্দ প্রীতি, একটি গোল করেছেন থুইনু মারমা।

আজ বুধবার (২৭ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে সাদামাটা ফুটবল খেললেও ৩৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন থুইনু মারমা। তিন প্রতিপক্ষকে ড্রিবল করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি। যোগ করা সময়ে মামনি চাকমার পাস থেকে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভী। তবে বিরতির ঠিক আগে ডিফেন্সিভ ভুলে গোল হজম করে বাংলাদেশ। নেপালের অধিনায়ক ভূমিকার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলালে ফিরতি শটে জাল কাঁপে, ব্যবধান কমে দাঁড়ায় ২–১ এ।

দ্বিতীয়ার্ধে গোল বাড়ানোর তাগিদে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। যদিও একাধিক সুযোগ নষ্ট হয়, ৬৯ মিনিটে একেবারে একা গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন পূর্ণিমা মারমা। তবে মিনিট দুয়েক পর কর্নার থেকে সৌরভীর আলতো টোকায় স্কোরলাইন হয় ৩–১। শেষ দিকে, ৮৬ মিনিটে পূর্ণিমার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভী, সেইসাথে নিশ্চিত করেন দলের ৪–১ গোলের জয়।

জয়ের পরও শিরোপার সমীকরণ সহজ হয়নি বাংলাদেশের জন্য। চার ম্যাচে তিন জয় নিয়ে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। চার দলের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি লড়াই, তারপর গোল পার্থক্য।

এখন পর্যন্ত চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১০টি, হজম করেছে ৪টি, ব্যবধান +৬। অপরদিকে, তিন ম্যাচ খেলে ভারত এখনো অপরাজিত। ১৭ গোল করেছে, গোল হজম শূন্য—ব্যবধান +১৭। আজ ভুটানের বিপক্ষে জিতলে ভারতের পয়েন্ট হবে ১২। তখনও লড়াই টিকে থাকবে তবে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে ভুটান এবং ভারতের বিপক্ষে জিততেই হবে।

নিয়ম অনুযায়ী, যদি শেষ রাউন্ডে শীর্ষ দুই দল মুখোমুখি হয়ে পয়েন্ট সমান হয়, তাহলে গোল পার্থক্য নয়, ম্যাচ সরাসরি গড়াবে টাইব্রেকারে। অর্থাৎ, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত জয়ের ধারায় থাকে এবং শেষ ম্যাচে ভারতকে হারায়, তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে টাইব্রেকারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের