মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

শিক্ষার্থী নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০১, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
শিক্ষার্থী নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলামের ডান হাতের রক্তনালি ছিঁড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) পাঠানো হয়। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে এনআইসিভিডিতে ভর্তি করা হয়। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী অধীনে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের একজন চিকিৎসক সমকালকে জানান, সকালে তার অস্ত্রোপচার হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। নাইমুল বর্তমানে কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের এক নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো। নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে বলে জানান তিনি।

ওই চিকিৎসক বলেন, 'দুইদিন পর্যবেক্ষণে রাখার পর নাইমুলকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হবে।' 

শিক্ষার্থী আসিফ শরীফ জানান, তার বন্ধু নাইমুলের ডান হাতের কনুইয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার হাতের রগ কেটে গেছে। এছাড়া মাথা, পিঠ এবং ডান পায়ে গুরুতর জখম রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাত বাঁচানো সম্ভব হলেও তিনি ভবিষ্যতে ভারী কাজ করতে পারবেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের