
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ চিলিনের ছাংছুনে আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিমান চলাচলের উন্মুক্ত দিবসে প্রথমবারের মতো জে-২০ স্টিলথ যুদ্ধবিমানের স্ট্যাটিক প্রদর্শনী হবে।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং।
“আকাশে উড়ে যাও, ভবিষ্যৎ জয় করো” স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক সক্রিয় যুদ্ধবিমান, ভূমি সরঞ্জাম এবং বিমান বাহিনীর ঐতিহ্যবাহী পুরনো সরঞ্জাম প্রদর্শিত হবে।
এছাড়া প্রথমবারের মতো বোমারু বিমানের ফ্লাইপাস্ট এবং বেই, রেড ঈগল ও স্কাই উইং অ্যারোবেটিক দলের আকর্ষণীয় পরিবেশনা উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
রেডিওটুডে নিউজ/আনাম