
ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক নিদর্শন ধ্বংসের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তাদের অভিযোগ, আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি খননকার্যের লক্ষ্য হলো ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, ফ্ল্যাশপয়েন্ট সাইটের নিচে অবৈধ খননকাজ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এতে ইসরায়েলি কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে উমাইয়া আমলের ইসলামী নিদর্শন ধ্বংস করার অভিযোগ করা হয়েছে, যা সাইটের মুসলমানদের বৈধ মালিকানার জীবন্ত প্রমাণ হিসেবে কাজ করে।
বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং কথিত ‘টেম্পল মাউন্ট’ বর্ণনাকে প্রতিষ্ঠিতি করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংসে নেমেছে ইসরায়েল।
এই খননকাজ গোপনে এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আল-আকসা মসজিদের ভিত্তি এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য ইসরায়েলের এমন কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করছে।
এ ধরনের কাজ বন্ধ করতে এবং দখলদারদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর সাংস্কৃতিক শাখা ইউনেস্কোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেনি, তবে ইসরায়েল বহু বছর ধরেই আল-আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। ফিলিস্তিনিদের মতে, এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুসারে, জর্ডান-পরিচালিত জেরুজালেম এনডাউমেন্ট কাউন্সিলই আল-আকসা মসজিদের বিষয়গুলো পরিচালনা করার একমাত্র অধিকারী সংস্থা।
২০১৩ সালের মার্চ মাসে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস জেরুজালেম এবং ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ এবং প্রতিরক্ষার অধিকার জর্ডানকে প্রদানের একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই অঞ্চলটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে যে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল।
১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত এই পদক্ষেপে তারা পুরো শহরটি নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়।
রেডিওটুডে নিউজ/আনাম