
চীনের তৈরি তৃতীয় প্রজন্মের পারমাণবিক রিঅ্যাক্টর হুয়ালং ওয়ান এখন বিশ্বে সবচেয়ে বেশি নির্মিত রিঅ্যাক্টর। শুক্রবার দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ।
বিশ্বজুড়ে এই রিঅ্যাক্টরের ৪১টি ইউনিট চালু বা নির্মাণাধীন আছে। চালু হওয়া ইউনিটগুলো বছরে ১০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন করছে। সেই সঙ্গে প্রতিটি ইউনিট বছরে প্রায় ৮১ লাখ ৬০ হাজার টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাচ্ছে।
চীনের নিজস্ব এ প্রযুক্তির পারমাণবিক রিঅ্যাক্টরটি ইতোমধ্যেই ইউরোপিয়ান ইউটিলিটি রিকোয়ারমেন্টস সার্টিফিকেশন এবং যুক্তরাজ্যের জেনেরিক ডিজাইন অ্যাসেসমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাকিস্তান ও আর্জেন্টিনাসহ ২০টির বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে এই রিঅ্যাক্টর নিয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা করেছে চীন।
রেডিওটুডে নিউজ/আনাম