বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

পারমাণবিক প্রযুক্তিতে শীর্ষে চীনের হুয়ালং ওয়ান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২ সেপ্টেম্বর ২০২৫

Google News
পারমাণবিক প্রযুক্তিতে শীর্ষে চীনের হুয়ালং ওয়ান

চীনের তৈরি তৃতীয় প্রজন্মের পারমাণবিক রিঅ্যাক্টর হুয়ালং ওয়ান এখন বিশ্বে সবচেয়ে বেশি নির্মিত রিঅ্যাক্টর। শুক্রবার দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ।

বিশ্বজুড়ে এই রিঅ্যাক্টরের ৪১টি ইউনিট চালু বা নির্মাণাধীন আছে। চালু হওয়া ইউনিটগুলো বছরে ১০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন করছে। সেই সঙ্গে প্রতিটি ইউনিট বছরে প্রায় ৮১ লাখ ৬০ হাজার টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাচ্ছে।

চীনের নিজস্ব এ প্রযুক্তির পারমাণবিক রিঅ্যাক্টরটি ইতোমধ্যেই ইউরোপিয়ান ইউটিলিটি রিকোয়ারমেন্টস সার্টিফিকেশন এবং যুক্তরাজ্যের জেনেরিক ডিজাইন অ্যাসেসমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাকিস্তান ও আর্জেন্টিনাসহ ২০টির বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে এই রিঅ্যাক্টর নিয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা করেছে চীন।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের