সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাপা মহাসচিব

আঘাত আসলে জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
আঘাত আসলে জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান

জাতীয় পার্টির ওপর আঘাত আসলে তার জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। দল হিসেবে নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি করেনি বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।

‘জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে’, বলেন জাপা মহাসচিব।

জাতীয় পার্টি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইনি দাবি করে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। আমরা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইনি।

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, আরপিও অনুযায়ী যেসকল কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ আমরা করিনি। দলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের