বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

কিম ও পুতিনকে পাশে রেখে নতুন অস্ত্র প্রদর্শন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
কিম ও পুতিনকে পাশে রেখে নতুন অস্ত্র প্রদর্শন করল চীন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি চীন সাড়ম্বরে উদযাপন করছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে উপস্থিত রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। খবর বিবিসির।

২০১৯ সালের পর এটি কিম জং–উনের প্রথম চীন সফর। এছাড়া চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই তিন রাষ্ট্রনেতার একসঙ্গে উপস্থিত হওয়াও এই প্রথম। কুচকাওয়াজ চলাকালে শি ও কিমকে পাশাপাশি বসে আলাপ করতে দেখা গেছে।

চীনের স্টেট কাউন্সিল জানিয়েছে, কুচকাওয়াজে আমন্ত্রিত হয়েছেন মোট ২৬ জন রাষ্ট্রনেতা। যার মধ্যে ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল রয়েছেন। এছাড়া তালিকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোসহ আরও কয়েকজন বিশ্বনেতার নাম রয়েছে।
 
তবে আমন্ত্রিত সবাই বেইজিংয়ে উপস্থিত হয়েছেন কি না, তা নিশ্চিত করেনি বিবিসি।

সামরিক কুচকাওয়াজের শুরুতে দেওয়া ভাষণে সি চিন পিং বলেন, ‘অপ্রতিরোধ্য চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।’

এ কুচকাওয়াজে চীন নতুন সামরিক অস্ত্র প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে পরিচালনাযোগ্য বিশাল ড্রোন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের