বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ২ সেপ্টেম্বর ২০২৫

Google News
তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। লাল কার্ড প্রদর্শন, ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। মেধা এবং যোগ্যতাকে যেন প্রাধান্য দেয়া হয়, কোনো কোটা ব্যবস্থা না থাকে সেই দাবি তোলেন তারা।

নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া যেন কেউ নামে ইঞ্জিনিয়ার যুক্ত করতে না পারে- এই তিন দাবিতে আন্দোলন চলমান থাকবে। আগামী ৪ তারিখ চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ পালন করা হবে বলেও জানান তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের