
তিন বছর বয়সী ইব্রাহিম। পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য। গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলের হামলায় তার বাবা-মা ও ভাইবোন নিহত হয়। নানি উম্মে আবু আল-আবেদ তার একমাত্র ভরসা।
ইব্রাহিমের নানি আলজাজিরাকে বলেন, ‘ভবনের পুরো ধ্বংসস্তূপ তার ওপরে পড়েছিল। আমি জানি না কীভাবে, তবে সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছিলেন। সেই একমাত্র। তার মা, বাবা ও দুই ভাইবোন মারা গেছে। আমরা ইব্রাহিমের চিৎকার শুনে জেগে উঠলাম। ঘটনাস্থলে গিয়ে আমার মেয়েকে খণ্ডিত অবস্থায় খুঁজে পেলাম, তার স্বামী ও ছেলেমেয়ে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
গাজা সিটিতে ইসরায়েল বোমা হামলা তীব্রতর করেছে। এতে তাঁবু ও আশ্রয়কেন্দ্রে থাকা পুরো পরিবার একসঙ্গে নিহত হচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইব্রাহিম এখন গাজার ৪৯ হাজারেরও বেশি শিশুর মধ্যে একজন, যারা একজন বা বাবা-মা দুজনকেই হারিয়েছে। ইউনিসেফের অনুমান, গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৭ হাজার শিশু এতিম হয়েছে।
বাস্তুচ্যুত ফিলিস্তিনি সাবরিন আল-মাবুহ বলেন, ‘আমার ভাইয়ের ঘরে বোমা হামলা করে সবাইকে হত্যা করা হয়েছে। তারা আমার ভাইকে তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে হত্যা করেছে; তারা তাদের সবাইকে মুছে ফেলেছে। কেউ অবশিষ্ট নেই।’
মেডিকেল সূত্র আলজাজিরাকে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া রাফার কাছে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। এ নিয়ে দখলদার দেশটির হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৬৪ হাজার ২৪১ জন নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা উপত্যকা পরিচালনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি তারা।
বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ১৮ আগস্ট গাজা পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও টেকনোক্র্যাটভিত্তিক প্রশাসন গঠনের প্রস্তাব দিয়েছিলেন মধ্যস্থতাকারীরা। হামাসের হাইকমান্ড সেই প্রস্তাবে রাজি হয়েছে। এখন আমরা ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষা করছি।
ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি। ইউএই ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এ চুক্তি করা হয়েছিল। দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের এক গোপন তথ্য ফাঁস দেশটিকে বড় ধাক্কা দিয়েছে। সেই নথি বলছে, গাজা থেকে আটক ফিলিস্তিনিদের মধ্যে তিন-চতুর্থাংশই বেসামরিক নাগরিক। মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তি হামাসের সঙ্গে যুক্ত। তদন্তে উঠে এসেছে, আটক হওয়া মানুষের মধ্যে আছেন চিকিৎসক, শিক্ষক, সরকারি কর্মচারী, সাংবাদিক, লেখক, এমনকি অসুস্থ ও প্রতিবন্ধী মানুষও।
রেডিওটুডে নিউজ/আনাম