বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত

তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত। ছবি: সংগৃহীত
ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় দখলকৃত অঞ্চলে সাইরেন বাজানোর কারণ হয়। স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে তেল আবিবসহ পুরো মধ্য ইসরায়েলে সতর্ক সংকেত চালু করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামলার পর তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলে মিলিয়ন সংখ্যক বসতি স্থাপনকারী (সেটলার) আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং নিরাপত্তাজনিত কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের