
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার উৎপাদনের জন্য চীনের প্রথম কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে।
নির্মাণ শেষ হলে এ কারখানায় প্রতিবছর কয়েক ডজন ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার তৈরি হবে। এর মাধ্যমে বিশেষায়িত এই কম্পিউটারের গণউৎপাদন সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছে শেনচেনের নানশান জেলার বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ব্যুরো।
কারখানাটি নির্মাণ ও পরিচালনা করবে বেইজিং-ভিত্তিক শীর্ষস্থানীয় চীনা কোয়ান্টাম কম্পিউটার কোম্পানি কিউবোসন।
রেডিওটুডে নিউজ/আনাম