
‘গোল্ডেন ডিয়ার অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে পর্দা নামলো ছাংছুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসব যৌথভাবে আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি এবং চিলিন প্রাদেশিক সরকার।
এবারের গোল্ডেন ডিয়ার অ্যাওয়ার্ডের জন্য ১৫০টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে ১৮টি চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নেয়। ইতিহাসনির্ভর ‘ডেড টু রাইটস’ চলচ্চিত্র নির্মাণ করে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন শেন আও।
সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। জুরি পুরস্কার যৌথভাবে পেয়েছে ‘দ্যা ভলান্টিয়ার্স: দ্যা ব্যাটল অব লাইফ এন্ড ডেথ’ এবং ‘অপারেশন লিভায়াথান’।
রেডিওটুডে নিউজ/আনাম