বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫,

১৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ শনিবার কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা হয়নি হামজা চৌধুরী ও কানাডাপ্রবাসী শমিত সোমের। ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে।

সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান এবার সুযোগ পাননি। তারা অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে গেছেন ভিয়েতনামে। তবে নতুন করে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেন ইনজুরিতে পড়ায় চার দিন আগে তাকে দলে ভেড়ান কোচ হাভিয়ের কাবরেরা।

আজ দুপুর দেড়টার ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শেষ মুহূর্তে সময়সূচিতে পরিবর্তন আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় উড়াল দেবে লাল-সবুজরা।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম

ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের