
নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে দুই ম্যাচেই রান তাড়া করে জিতেছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে অধিনায়ক লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন!
তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার ১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬০ রান। ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত লিটন। তার সঙ্গী তাওহিদ হৃদয় অপরাজিত আছেন ২ বলে ৩ রানে।
রেডিওটুডে নিউজ/আনাম