শুক্রবার,

০৫ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

০৫ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত: রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত: রাষ্ট্রদূত

ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ সহযোগিতায় নির্মিত এই সেন্টার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের জন্য চীনে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।  

তিনি আরও বলেন, চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত। আন্তর্জাতিক মানের রোগ নির্ণয় ও চিকিৎসায় অভিজ্ঞ চীনা হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের চেকআপ, পুনর্বাসন ও উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ থাকবে।

 স্বাস্থ্যখাতে এই সহযোগিতা দুই দেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের