শুক্রবার,

০৫ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

০৫ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২২০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২২০০ ছাড়িয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০০ ছাড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত অঞ্চলে এখনও উদ্ধার অভিযান চলছে। খবর আনাদোলুর।

তালেবান প্রশাসন জানিয়েছে, নতুন নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০৫ জন এবং আহতের সংখ্যা তিন হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। কুনার প্রদেশের স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা সরকারি বাখতার নিউজ এজেন্সিকে জানান, শুধু মাজার দারা এলাকাতেই হতাহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার অভিযান চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুল কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নাঙ্গারহার, লাগমান ও পানশির প্রদেশ থেকে তথ্য এলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে। নাঙ্গারহারে ইতোমধ্যেই অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে, এত বড় মাত্রার ধ্বংসযজ্ঞ মোকাবিলায় দ্রুত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, নাহলে পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নেবে। তুরস্ক এ সপ্তাহে ২৫ টন ত্রাণ পাঠিয়েছে, যার মধ্যে ছিল আশ্রয়কেন্দ্র তৈরির সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট ও খাদ্যসামগ্রী। পাশাপাশি প্রতিবেশী পাকিস্তান, ইরান, চীন ও ভারতসহ পশ্চিমা দেশগুলোও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের