
বৃষ্টি কমে গিয়ে বাতাসে জলীয় বাষ্পের বেশি উপস্থিতি কয়েকদিন ধরে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে। অব্যাহত ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সহজে তা কমারও কোনো লক্ষণ নেই। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহেরও পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, তাপমাত্রা খুব একটা বেশি না হলেও বৃষ্টি কমে গিয়ে বাতাসে জলীয় বাষ্পের বেশি থাকায় দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে। সহজে তা কমারও কোনো লক্ষণ নেই। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৪-৫দিন দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরমের তীব্রতা আরো বাড়তে পারে।
তিনি আরো বলেন, আগামী ৪-৫দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির কোনো লক্ষণ নেই। সেহেতু এ অবস্থা ৪-৫দিন অব্যাহত থাকবে। এছাড়া দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরমের তীব্রতা আরো বাড়বে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টির পরিমাণ কমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ কিংবা এর বেশি থাকছে। এতে তাপমাত্রা খুব বেশি না হলেও গরমের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। ভ্যাপসা গরম এতোটাই তীব্র যে দিনরাতে ২৪ ঘন্টায় মানুষের স্বাভাবিক জীবন বিপর্যেস্ত করে তুলেছে। বিশেষ করে রাজধানী ঢাকার খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
কেরানিগঞ্জের কদমতলী এলাকার রিকশা চালক আলী ইমাম বলেন, গত কয়েক দিন ধরে গরমের তীব্রতা এতোটাই বেশি যে রাতেও ঠিকমত ঘুমাতে পারছি না, আবার দিনেও প্রখর রোদের কারণে বেশি সময় রিকশা চালাতে পারছি না। দিনেরাতে সমানতালে তীব্র ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্ট মাসে দেশের চার বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। বাকি চার বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আগস্টে বৃষ্টি স্বাভাবিক হয়েছে বটে। তবে তা স্বাভাবিকের চেয়ে মাত্র ১ শতাংশ বেশি। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস আছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগস্ট মাসের আবহাওয়া পরিস্থিতির তথ্য বিশ্লেষণে তাতে দেখা গেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে গত মাসে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১১ দশমিক ৯, ১১ দশমিক ১, ১৬ দশমিক ৫ এবং ১২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি কম হয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে ৪৪ দশমিক ৩, সিলেটে ৪৩ দশমিক ৩, রাজশাহীতে ২৫ দশমিক ৮ এবং রংপুরে ৪১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি বেশি হয়েছে। সার্বিকভাবে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি বেশি হয়েছে আগস্টে।
চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপের সম্ভাবনা আছে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আবার এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নিকলিতে ৫৭ মিলিমিটার রেকর্ড করা হলেও দেশের অধিকাংশ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।
রেডিওটুডে নিউজ/আনাম