
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলীয় বিভাগগুলোতে কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম