সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

চলছে চন্দ্রগ্রহণ, বিভিন্ন অঞ্চলে কেমন দেখা যাচ্ছে চাঁদ?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
চলছে চন্দ্রগ্রহণ, বিভিন্ন অঞ্চলে কেমন দেখা যাচ্ছে চাঁদ?

চলমান চন্দ্রগ্রহণে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মহাজাগতিক এক মনোমুগ্ধকর দৃশ্যের উপভোগ। কোথাও আকাশে দেখা যাচ্ছে রক্তিম লাল চাঁদ—যা গ্রহণের অন্যতম আকর্ষণীয় রূপ।

বাংলাদেশে এই বিরল দৃশ্যটি ধাপে ধাপে স্পষ্ট হয়ে উঠবে রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে। মহাকাশপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্লভ ও চমকপ্রদ অভিজ্ঞতা হয়ে থাকবে।

এদিকে চীনে শুরু হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। চাঁদের গায়ে হালকা ছায়া পড়তে শুরু করেছে। বাংলাদেশে এখনো আংশিক চন্দ্রগ্রহণ স্পষ্ট হয়ে উঠেনি। তবে দুবাইয়ের আকাশে  চাঁদ রক্তিম আভা ধারণ করেছে।

আসুন এক নজরে জেনে নিই, দেশে চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায়ের সময়সূচি সম্পর্কে-
 ১। ভাদ্রী পূর্ণিমা শুরু-শনিবার (০৬ সেপ্টেম্বর) ১টা ৩৬ মিনিট।
 ২। ভাদ্রী পূর্ণিমা শেষ- রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিট।
 ৩। রোববার আকাশে চাঁদ স্পষ্ট দৃশ্যমান-৬টা ৬ মিনিট।
৪। উপচ্ছায়া গ্রহণ আরম্ভ- ৮টা ৫৭ মিনিট
 ৫। চন্দ্রগ্রহণ আরম্ভ- ৯টা ২৭ মিনিট।
 ৬। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ- ১১টা ৩০ মিনিট
 ৭। ব্লাড মুন- চাঁদ সবচেয়ে বেশি রক্তিম লাল বা তামাটে হয়ে উঠেবে ১২টা ১১মিনিটে।
 ৮। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ- ১২টা ৫২মিনিট
 ৯। উপচ্ছায়া গ্রহণ শেষ- ২টা ৫৭ মিনিট

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের