
বিশ্বে সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডারের মালিক দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ২০২৩ সালের হিসাব অনুযায়ী দেশটিতে তেলের মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। এমনকি সৌদি আরব, ইরান ও কানাডার থেকেও ভাণ্ডারের দিক দিয়ে অনেক এগিয়ে দেশটি।
যদিও এত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা তেল খাত থেকে আশানুরূপ আয় করতে পারছে না। ২০২৩ সালে দেশটির তেল রপ্তানি আয় ছিল মাত্র ৪.০৫ বিলিয়ন ডলার, যেখানে সৌদি আরব আয় করেছে ১৮১ বিলিয়ন, যুক্তরাষ্ট্র ১২৫ বিলিয়ন এবং রাশিয়া ১২২ বিলিয়ন ডলার।
সমস্যার মূল উৎস: ভারী ও নিম্নমানের তেল
ভেনেজুয়েলার প্রধান তেলক্ষেত্র ওরিনোকো বেল্টে অবস্থিত। এখানকার তেল অত্যন্ত ভারী, ঘন এবং সালফারসমৃদ্ধ। ফলে এই তেল উত্তোলন করতে অত্যাধুনিক প্রযুক্তি এবং বেশি খরচ প্রয়োজন হয়।
বাজারে এই ধরনের তেলকে ছাড়ে বিক্রি করতে হয়, কারণ এটি পরিশোধন কঠিন এবং পরিবহন ব্যয়বহুল।
অতীতের গৌরব, বর্তমানের পতন
এক সময় ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। কিন্তু ১৯৯৮ সালে হুগো শাভেজ ক্ষমতায় আসার পর তেল খাতের জাতীয়করণ, রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় কোম্পানি PDVSA-তে অব্যবস্থাপনা উৎপাদন ব্যাহত করে।
এরপর নিকোলাস মাদুরোর শাসনামলে পরিস্থিতি আরও নাজুক হয়। ২০১৭ ও ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা তেল রপ্তানিকে কার্যত স্তব্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ হয়ে যায়।
চীন-ভারত-কিউবা: নতুন ক্রেতা, সীমিত সুযোগ
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর চীন, ভারত ও কিউবা ভেনেজুয়েলার প্রধান তেল আমদানিকারকে পরিণত হয়।
২০২২ সালে শেভরন নামে একটি মার্কিন কোম্পানিকে সীমিতভাবে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হলেও সেই আয় সরাসরি ভেনেজুয়েলা সরকারের হাতে পৌঁছায় না, বরং শেভরনের মাধ্যমে পরিচালিত হয়।
২০২৫ সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে ভারত পিছু হটে, যদিও চীন এখনো তেল কিনছে।
সাম্প্রতিক উত্থান, তবে আশানুরূপ নয়
চলতি বছরের সেপ্টেম্বর মাসে দৈনিক তেল রপ্তানি ৯ লাখ ব্যারেল ছাড়িয়েছে, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। তবে এটি এখনও দেশটির আগের স্বাভাবিক উৎপাদনের তুলনায় অনেক কম।
তেল আছে, কিন্তু আয় নেই
বিশাল তেল ভাণ্ডার থাকা সত্ত্বেও তেল উত্তোলনের জটিলতা, অবকাঠামোর দুর্বলতা, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলাকে পেছনে ঠেলে দিয়েছে।
ফলে তেলসমৃদ্ধ দেশ হয়েও চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে লাতিন আমেরিকার এই দেশটি।
রেডিওটুডে নিউজ/আনাম