সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনি ড্রোন হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাত শহরের কাছে অবস্থিত রামন বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন থেকে ছোড়া ড্রোন বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে বলে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম শাহাব নিউজ এজেন্সি, যা ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।

রোববার (৭ সেপ্টেম্বর) হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইসরায়েলি নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম ইসরাইল হায়োম ও চ্যানেল ১৪ জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল রামন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। ড্রোনটি সোজা সেখানে আঘাত হানে বলে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ড্রোনটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত হুথি গোষ্ঠী বা ইয়েমেনি কর্তৃপক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন সকালে রামন বিমানবন্দরে ড্রোন আঘাতের ঘটনায় কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল, পরে তা পুনরায় চালু করা হয়। তবে এই নতুন হামলায় বিমানবন্দরের কার্যক্রম ফের স্থবির হয়ে পড়েছে।

সবশেষ জানা গেছে, আঘাত হানার পর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমানবন্দরটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন ও বিমানবাহিনীর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর পুনরায় উড়ান চালু করা হয়েছে। মূলত: রামন বিমানবন্দরটি লাল সাগর উপকূলীয় শহর এলাতের কাছে অবস্থিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের