সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

মানুষের জন্য কাজ না করলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ আবার হবে : অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
মানুষের জন্য কাজ না করলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ আবার হবে : অর্থ উপদেষ্টা

মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণ-অভ্যুত্থান’ দেখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকেই সমালোচনা করে বলছেন দেশে কিছুই হচ্ছে না, এটা ঠিক নয়। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না, বিফলে যাবে।’

ভালো রাজনৈতিক চর্চার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকলে এবং ভালো রাজনৈতিক চর্চা থাকলে দেশটা আরো অনেক দূর এগিয়ে যেত। এনবিআর নিয়ে সংস্কার করতে গিয়ে অনেকে বলেছে আমার মাথা খারাপ। কর্মীরা ঠেকানোর জন্য আন্দোলন করেছেন, অনেকের কাছে ধরনা দিয়েছেন, কিন্তু কোথাও পাত্তা পায়নি।

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার কোনো বাহবা চাইছে না। কিন্তু যৌক্তিক কাজে আমাদের অন্তত সহযোগিতা করুন।’ আর দেশের জন্য, মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণ-অভ্যুত্থান’ দেখতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের