সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এ সেবা প্রদানে বাধা বা বিঘ্ন ঘটানো আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবী পূরণে সরকার সচেতন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অনুপস্থিতি ও গণছুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ ৪ দফা দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের