শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

Radio Today News

সাইবার অপরাধ ঠেকাতে নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, এক্স, ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
সাইবার অপরাধ ঠেকাতে নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, এক্স, ইউটিউব

নেপালের সরকার জানিয়েছে, তারা ফেসবুক, এক্স ও ইউটিউবের মতো জনপ্রিয় কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করতে যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, প্ল্যাটফর্মগুলো নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় গতকাল বৃহস্পতিবার। তারা বলছে, অনলাইনে বিদ্বেষ, গুজব ও সাইবার অপরাধ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার পর্যন্ত কোম্পানিগুলোকে নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল। দেশটির তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র গজেন্দ্র কুমার ঠাকুর জানিয়েছেন, অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো এরই মধ্যে বন্ধ করা শুরু হয়েছে। 

এ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুং বলেছেন, নিবন্ধনের জন্য আমরা তাদের যথেষ্ট সময় দিয়েছিলাম। একাধিবার তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি।

যেসব প্ল্যাটফর্মকে বুধবারের মধ্যে নিবন্ধনের জন্য বলা হয়েছিল সেগুলো হলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট ও লিংকডইন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা গেছে।

তবে সরকারের এমন সিদ্ধান্তকে মৌলিক অধিকারে আঘাত হানার সঙ্গে তুলনা করছে ডিজিটাল রাইটস নিয়ে কাজ করা একটি সংগঠন। এর সভাপতি বলছেন, দেশটিতে লাখ লাখ মানুষ খবর, বিনোদন ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেন। বর্তমানে টিকটক ও ভাইবারসহ পাঁচটি প্ল্যাটফর্ম নিবন্ধিত। এর মধ্যে দুটি আবার নিবন্ধনের প্রক্রিয়ায় আছে।

ডিজিটাল রাইটস নেপাল নামের একটি সংগঠনের সভাপতি ভোলা নাথ ধুনগানা বলেন, হঠাৎ করেই বন্ধের ঘোষণা সরকারের কর্তৃত্ববাদী আচরণ প্রকাশ করছে। এটি সরাসরি জনগণের মৌলিক অধিকারের আঘাত হানার মতো। সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করা ভুল নয়। কিন্তু আমাদের আগে একটি আইনি কাঠামো তৈরি করতে হবে। হঠাৎ করে বন্ধ করাটা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মতো দেখায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের