
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'যুদ্ধ মন্ত্রণালয়' করার উদ্যোগ নিয়েছেন। হোয়াইট হাউজের একটি ফ্যাক্ট শিট অনুযায়ী, ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ তার পদবী হিসেবে 'যুদ্ধমন্ত্রী' এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী 'যুদ্ধ প্রতিমন্ত্রী' ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান যে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন। এই নাম পরিবর্তনকে স্থায়ী করার জন্য প্রয়োজনীয় আইনগত ও নির্বাহী কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথকে নির্দেশনা দেওয়া হবে।
ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নাম পরিবর্তন করেছেন। এর মধ্যে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করেছেন। এছাড়া, বর্ণবাদ-বিরোধী আন্দোলনের পর যেসব সামরিক ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল, সেগুলোকে আগের নামে ফিরিয়ে নেওয়ারও উদ্যোগ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৪৯ সালের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম 'যুদ্ধ মন্ত্রণালয়'ই ছিল। পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে সেই সময় এই নামটি পরিবর্তন করা হয়েছিল। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, কারণ নতুন নাম ব্যবহারের জন্য সবকিছুতে পরিবর্তন আনতে হবে।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে কনফেডারেন্সি ও কনফেডারেট নেতাদের নামে থাকা নয়টি সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার জন্য সেনাবাহিনীর প্রায় ৩৯ মিলিয়ন ডলার খরচ হওয়ার কথা ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকে সেই উদ্যোগটি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বাতিল করে দেন।
রেডিওটুডে নিউজ/আনাম