সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

তাপমাত্রা পরিবর্তন

এই পাঁচ বিভাগের (রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট) দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে নিম্নচাপের কেন্দ্রস্থল থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।

পরবর্তী দিনের আবহাওয়ার পূর্বাভাস

সোমবার (৮ সেপ্টেম্বর)

আগের দিনের মতোই দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)

একই পাঁচটি বিভাগে ও কিছুটা রাজশাহী, খুলনা ও বরিশালেও বৃষ্টির সম্ভাবনা।

সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১০ সেপ্টেম্বর)

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ কিছু কিছু জায়গায় বৃষ্টি।

খুলনা ও বরিশালের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)

দেশের আটটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্ধিত পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি ও নিচু অঞ্চলে জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতিরও ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের পরামর্শ, যাতায়াতের সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন, গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের