
ভূমিকম্প পরবর্তী সহায়তার জন্য আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তার প্রথম চালান পাঠিয়েছে চীন। রোববার চীনা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (CIDCA) এ কথা জনাইয়েছে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুসারে, তাঁবু এবং কম্বল নিয়ে চীনা বিমান বাহিনীর দুটি Y-20 বিমানে করে প্রথম চালানটি কাবুলে পাঠানো হয়।
উন্নয়ন সহযোগিতা সংস্থাটি জানিয়েছে, আগামী দিনে কাবুলে আরও ত্রাণ সরবরাহ করা হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত তা বিতরণ করা হবে।
৩১ আগস্ট আফগানিস্তানে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৪ হাজার জন আহত হয়। এর ফলে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
দুর্গম এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অনেক মানুষ ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার মুখপাত্র লি মিং বলেছিলেন, বেইজিং জরুরি মানবিক সহায়তা হিসেবে ৫০ মিলিয়ন ইউয়ান ($৬.৯ মিলিয়ন) প্রদান করবে। এর মধ্যে রয়েছে মূলত তাঁবু, কম্বল এবং খাবার, যা দুর্যোগ কবলিত এলাকায় জরুরিভাবে প্রয়োজন।
রেডিওটুডে নিউজ/আনাম