
মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের মধ্যে কথোপকথনের ভিডিও সরিয়ে ফেলেছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কর্তৃপক্ষ তাদের লাইসেন্স প্রত্যাহার করে নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির আইনজীবী দল লিখিত অনুরোধে জানায় যে, রয়টার্স চুক্তির শর্ত ভেঙে ভিডিওটি ব্যবহার করেছে। তারা আরও অভিযোগ করে যে, ভিডিওটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মূল তথ্য ও বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যদিও সিসিটিভি সুনির্দিষ্টভাবে কোন অংশটি আপত্তিকর, তা উল্লেখ করেনি।
গত বুধবার বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের সময় পুতিন ও সি জিন পিং হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। অসতর্কতাবশত তাদের কথোপকথন সরাসরি সম্প্রচার হয়ে যায়। ভিডিওতে শোনা যায়, পুতিন একজন দোভাষীর মাধ্যমে বলছিলেন যে, জীবপ্রযুক্তির উন্নতির কারণে মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব এবং এর মাধ্যমে অমরত্ব অর্জন করা যেতে পারে। জবাবে সি বলেন, কেউ কেউ ভবিষ্যদ্বাণী করছেন যে মানুষ এই শতাব্দীতে ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
এই কথোপকথন বিশ্বব্যাপী সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রয়টার্স এক হাজারের বেশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে চার মিনিটের সম্পাদিত ভিডিওটি সরবরাহ করেছিল।
রয়টার্স তাদের ওয়েবসাইট থেকে ভিডিওটি সরিয়ে নিলেও কোনো দোষ স্বীকার করেনি। তারা বলেছে যে, তারা প্রকাশিত তথ্যের নির্ভুলতার বিষয়ে অটল রয়েছে এবং তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ ও সঠিক সাংবাদিকতার প্রতিশ্রুতি ক্ষুণ্ন হওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি। তবে গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় তারা বলেছে যে ভিডিওটি প্রকাশ করার আইনি অনুমতি আর তাদের নেই।
রেডিওটুডে নিউজ/আনাম