রোববার,

০৭ সেপ্টেম্বর ২০২৫,

২২ ভাদ্র ১৪৩২

রোববার,

০৭ সেপ্টেম্বর ২০২৫,

২২ ভাদ্র ১৪৩২

Radio Today News

লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০০ দমকলকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৫

Google News
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০০ দমকলকর্মী

লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদপ্তরের টেলিভিশন সেন্টারে আগুন লেগেছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে নয়তলা ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। 

লন্ডন দমকল বাহিনী জানায়, আগুন লাগার খবর পেয়ে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইক ও আশপাশের ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন। খবর বিবিসির

এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।

দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং অজানা সংখ্যক ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য।

কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার হয়নি। আগুনে কারও মৃত্যু হয়েছে বা কেউ আহত হয়েছেন বলে কোনো খবর হয়নি।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের