রোববার,

০৭ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

রোববার,

০৭ সেপ্টেম্বর ২০২৫,

২৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পরে নিহত ৫, আহত ১৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

Google News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পরে নিহত ৫, আহত ১৫

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এখনও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০) একই গ্রামের জয়নাল আবেদিন (৫৪), নওগাঁর হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) ও মাজেদ হোসেন (৩৮)। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন সমকালকে বলেন, বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শী আজিজুল হক বলেন, বাসটি খালে পড়ার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয়রা পানিতে নেমে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করি। কিন্তু ফায়ার সার্ভিস অনেক দেরি করে এসেছে। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আরও কয়েকজনের জীবন রক্ষা করা যেত।

আহত যাত্রী মিজানুর রহমান (৪২) বলেন, ‘আমি সামনের দিকে বসা ছিলাম। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি সোজা খালের ভেতরে পড়ে যায়। চোখের সামনে মানুষ পানিতে ডুবে যেতে দেখেছি।

কান্নাজড়িত কণ্ঠে শেফালী বেগম বলেন, আমার চাচাতো ভাই এই বাসেই ছিল। এখনো তার কোনো খোঁজ নেই। ফায়ার সার্ভিসের লোকজন শুধু ঘুরছে, কাজের কাজ কিছু করছে না।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের