
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সংলগ্ন খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায় বাসটি। সেখান থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদ্দেশে রওনা হয় আনন্দ পরিবহনের একটি বাস। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল।
বাসটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালে পড়ে যায়।
প্রথমে ঘটনাস্থলে দু’জনের মুত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সে সময় গুরুতর আহত ছিল আরও কয়েকজন। তার মধ্যে দু’জন হাসপাতালে মারা যায়। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে। সেই সঙ্গে আহতের সংখ্যা অনেক বলে জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম