মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

বিদেশি নেতাদের স্ত্রীদের সঙ্গে ফেং লিইউয়ান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিদেশি নেতাদের স্ত্রীদের সঙ্গে ফেং লিইউয়ান

শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণকারী বিদেশি নেতাদের সহধর্মিণী ও অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে উত্তর চীনের বন্দর নগরী থিয়েনচিন ঘুরেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সহধর্মিনী ফেং লিইউয়ান। সোমবার বিকেলে  এই শহরে অবস্থিত হাইহ্য নদী ঘুরে দেখান তিনি।

অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান ফেং। এ সময় জেটির কাছে চীন ও এসসিও সদস্য দেশগুলোর পতাকা হাতে শিশুরা গান গেয়ে অতিথিদের স্বাগত জানায়। 

পরে ফেং লিউয়ান অতিথিদের সঙ্গে নদীর ওপর একটি নৌকা ভ্রমণে অংশ নেন, যেখানে তারা থিয়েনচিন শহরের ইতিহাস ও উন্নয়ন সম্পর্কে জানতে পেরেছেন। 

অনুষ্ঠানে অংশ নেন উজবেকিস্তান, মঙ্গোলিয়া, আজারবাইজান, তুরস্কের প্রেসিন্টেদের সহধর্মীনি এবং  আর্মেনিয়া ও নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রীসহ অনেকেই। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের