মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

আমাদের ভারতের প্রয়োজন নেই

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে নিজের এই মতামত তুলে ধরেন গুনথার।

তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে। এতে লাভবান হবে দু’দেশই। 

ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও ওই পোস্টে মন্তব্য করেন তিনি। যেকোনো মূল্যে ভারতকে ‘সাবেক ভারত’ করার বিষয়ে কঠোর অবস্থানে গুনথার।

এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে এবং পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর প্রভাবশালী এই নেতা। তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে আলোচনা ও সমালোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে তখন ন্যাটোর গুরুত্বপূর্ণ এই নেতার এমন অবস্থান ভারতকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের