
দীর্ঘ প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়েছে। এবারই প্রথম, ভোট গণনা প্রক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।
এই নতুন উদ্যোগে হাজারো শিক্ষার্থী ও উৎসুক জনতা কার্জন হলের সামনে ভিড় করেছে। তারা সরাসরি স্ক্রিনে প্রতিটি ভোটের হিসাব দেখতে পারছেন। এই স্বচ্ছ প্রক্রিয়াটি ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার। ডাকসুতে মোট ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ৬২ জন ছাত্রী বিভিন্ন পদে লড়ছেন।
এছাড়া, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেডিওটুডে নিউজ/আনাম