বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

নেপালে জেন-জি নেতৃত্বাধীন তীব্র বিক্ষোভের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। জানা গেছে, মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এই ভাষণে তিনি দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

সেনাবাহিনীর সূত্রমতে, জেনারেল সিগদেল তার ভাষণে নাগরিকদের প্রতি শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাবেন।

উচ্চপর্যায়ের সূত্রগুলো আরও জানিয়েছে যে, চলমান বিক্ষোভের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান এবং সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও তিনি জাতিকে অবহিত করবেন।

গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভটি দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হয়েছিল। এটি দ্রুত সহিংস আকার ধারণ করে, যার ফলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের