
"চীনের সাথে হাত মেলান, ভবিষ্যতে বিনিয়োগ করুন" প্রতিপাদ্য নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে, ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে শুরু হলো ২৫তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা। মেলার জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বার্তায় তিনি উল্লেখ করেন, "'দ্বিমুখী বিনিয়োগ সম্প্রসারণ এবং বৈশ্বিক উন্নয়নের প্রচার'—এই স্থায়ী প্রতিপাদ্য নিয়ে চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা পালন করেছে। এটি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য বাস্তব সহযোগিতা গভীর করার একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।"
সি জোর দিয়ে বলেন যে, "বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি এবং স্থিতিশীলতার উৎস হিসেবে চীন অবিচলভাবে উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণ নীতি সম্প্রসারণ করবে। দেশটি বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণকে উৎসাহিত করবে, বিশ্বের সাথে তার উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নেবে এবং বৈশ্বিক উন্নয়নে আরও ইতিবাচক শক্তি ও স্থিতিশীলতা আনবে।
এবারের চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলায় ১১টি আন্তর্জাতিক সংস্থাসহ ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং ৫১টি দেশ ও অঞ্চল প্রদর্শনী বুথ স্থাপন করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম