সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৪ ভাদ্র ১৪৩২

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫,

২৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার করে।

উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। এ কারণে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উদ্ধার করে আক্কেলপুর রেল স্টেশনে নিয়ে আসলে সাড়ে ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সান্তাহার রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নিই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের