
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাচ্যের প্রধান যুদ্ধক্ষেত্র ছিল চীন। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজির)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর এক জনমত জরিপে অংশগ্রহণকারীরা এ সত্য স্বীকার করেন।
জরিপে ৩৯টি দেশের ১১ হাজার ৬১৩ জন অংশগ্রহণ করেন।
১৪ বছরের সেই অভূতপূর্ব যুদ্ধে, ৩ কোটি ৫০ লাখ হতাহত এবং ৬০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয় চীন। জরিপে অংশ নেওয়া ৩৯টি দেশের মধ্যে ৩৬টি দেশের উত্তরদাতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাচ্যে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে চীনকে স্বীকৃতি দিয়েছেন। অংশগ্রহণকারী আটটি এশীয় দেশের উত্তরদাতারা প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে চীনের ভূমিকাকে স্বীকৃতি দেন।
জরিপে অংশ নেওয়া আটটি এশীয় দেশের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী উত্তরদাতারা "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাচ্যের প্রধান যুদ্ধক্ষেত্র" হিসেবে চীনের অবস্থান, এবং ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে চীনের অবদানের স্বীকৃতি সবচেয়ে বেশি দিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম