
যুক্তরাষ্ট্র তাদের অ–অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের এখন থেকে মার্কিন ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজ নিজ দেশ বা বাসস্থান–ভিত্তিক মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই নিতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে অ–অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এর অর্থ—ভিসা প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষা এড়াতে অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকছে না। বিশ্বজুড়ে নতুন এ নিয়ম ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়বে যাদের ওপর
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারতীয় নাগরিকদের ওপর। যুক্তরাষ্ট্রে ব্যবসা (B1) বা ভ্রমণ (B2) ভিসার জন্য ভারতীয়রা এত দিন অপেক্ষার সময় কমাতে সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা জার্মানির মতো দেশে গিয়ে আবেদন করতেন। এখন থেকে সেই সুযোগ বন্ধ হয়ে যাবে।
তবে আফগানিস্তান, কিউবা, ইরানের মতো যেসব দেশে মার্কিন দূতাবাসে নিয়মিত ভিসা পরিষেবা নেই, সেসব দেশের নাগরিকদের জন্য কিছু নির্দিষ্ট দূতাবাসে আবেদন করার সুযোগ থাকছে। তবে সে ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
বাংলাদেশি আবেদনকারীদের জন্য কী অর্থ বহন করে?
বাংলাদেশি নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, বিশেষ করে যারা এখন পর্যন্ত অন্য দেশে গিয়ে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে চেয়েছেন। এখন থেকে তাদের শুধু ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগে যে নিয়ম ছিল
আগে বিশেষ করে করোনা মহামারির সময় ভারতে ভিসার অ্যাপয়নমেন্টের জন্য অপেক্ষার সময় প্রায় তিন বছর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন অনেকেই বিদেশে গিয়ে সাক্ষাৎকারের ব্যবস্থা করতেন। মহামারির পর ভ্রমণ চালু হলে ভারতীয়রা জার্মানির মতো দেশেও সাক্ষাৎকার দিতে যেতেন।
ইন্টারভিউ নিয়েও নতুন কড়াকড়ি
পাশাপাশি ২ সেপ্টেম্বর থেকে আরেকটি নিয়ম চালু হয়েছে। এখন থেকে বেশির ভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। ‘ড্রপবক্স’ (যেখানে ইন্টারভিউ ছাড়া শুধু কাগজপত্র জমা দেওয়া যেত) সুবিধা অনেকটাই কমিয়ে আনা হয়েছে।
এর ফলে এইচ, এল, এফ, এম, জে, ই এবং ও–সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদনকারীদের এখন দূতাবাসে যেতেই হবে। এমনকি ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম