অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Google News
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশের আগামী নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে প্রবাসীদের কাছে দলের কার্যক্রম তুলে ধরতে অস্ট্রেলিয়া বিএনপি ভিক্টোরিয়া রাজ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার (২৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী কমিটিটি অনুমোদন দেন। নবঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আরিফ খান, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মালিক বিপুল।   

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হকের পরামর্শক্রমে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর স্বাক্ষরিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ খান। সদস্য সচিব হয়েছেন আশিক মালিক বিপুল। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আহ্বায়ক কমিটি ভিক্টোরিয়া রাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিএনপির আদর্শ ও কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রকৌশলী ড. মো. কবির হোসেন পাটোয়ারী, ড. এ. কে. এম. জাহাঙ্গীর, খন্দকার হক (মিলন), আব্দুল জলিল, ডা. জিয়া আহমেদ, বদিউর রাহমান, এবং মোহাম্মদ আনিসুর রহমান।

৪৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ৭ জন। বাকিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওমর শরিফ শিহান, মুহাম্মদ শরিফ মাহমুদ, তালাল খান পল, মোহাম্মদ ওমর ফারুক, মো. আল আমিন মাছুম এবং দেওয়ান মামুন। 

সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, ড. মো. শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ বদিউজ্জামান শিপন, মোহাম্মদ রাশিদুল আমিন (মনির), সামিউল মাশুক এন্টনি, রহমত উল ইসলাম, আব্দুল রব, মোহাম্মদ সাঈদুর রহমান ইমরান, মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, কৃষিবিদ মো. ড. তৌহিদুল ইসলাম, ড. মো. আব্দুল্লাহ আল মাশরাফি, ডা. আব্দুল্লাহ আল ফারুক, ম্যাথিউ ডি রোজারিও, মোবাশ্বের জোয়ারদার সুমন,মোহাম্মদ মোশারফ হোসেন দিপু, ইমরান হোসেন এলান, সোহাগ সরকার নিলয়, খাইরুল সাদমান আঁকন, সারফেন আহমেদ সাকিব, তাহসিমুল হক, কামাল হোসেন, সফিউদ্দিন সরকার সিমন, আশিক উল্লাহ প্রতিক, মোহাম্মদ  খালেদুজ্জামান ফাহিম, সালাহ আহমেদ সাইফুল, মোহাম্মদ শাহাদাত হোসেন, তারিক আহমেদ দিপু, মোহাম্মদ ফরহাদ, মেহেদী হাসান লামিম, মুস্তাফা মার্শেস নিথুন, ফখরুল আলম রিফাত, আবিদ মোল্লা, মোহাম্মদ নাবিল হোসেন, শামীম উদ দ্দৌলা শাওন, শাহাব উদ্দিন, আমের শিবলী,  এবং আব্দুল্লাহ মামুন।

এ আহ্বায়ক কমিটিকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা আশা করছেন, নতুন আহ্বায়ক কমিটি তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আহ্বায়ক মো. আরিফ খান ও সদস্য সচিব আশিক মালিক বিপুল দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, দলীয় উচ্চপর্যায়ের আস্থা আমাদের জন্য অনুপ্রেরণা। তারা অস্ট্রেলিয়াতে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীসহ যারা এই কমিটি প্রণয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি প্রতীকৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তারা আরও বলেন আমরা অচিরেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করব, যা ফ্যাসিবাদ পরবর্তী বিএনপি এবং বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১নং যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ শিহান বলেন, এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমাদের সংগঠন নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে পারবে। ১ নম্বর সদস্য, ড. মো. শাহাবুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও ঐক্যবদ্ধ নেতৃত্ব নিশ্চিত করা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম দেশ এবং বিদেশে আরও গতিশীল হবে। 

উপদেষ্টাবৃন্দ, অন্যান্য সদস্য এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও নতুন কমিটি নিয়ে বেশ আশাবাদী। অনেকের মতে, এই কমিটি কার্যকরভাবে কাজ করলে সংগঠনটি পুনর্গঠনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের