বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫,

২৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

নেপালে চলমান তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভের জেরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এদিকে, ইন্ডিয়া টুডে জানিয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগের আগে সেনাপ্রধান জেনারেল সিগডেলের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে অনুরোধ জানালে জেনারেল বলেন যে, ওলি ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। এর পরপরই ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে সূত্র জানিয়েছে।

একটি সূত্রের দাবি অনুযায়ী, কেপি শর্মা ওলি পদত্যাগের পর চিকিৎসার অজুহাতে দেশ ছেড়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং এজন্য হিমালয় এয়ারলাইন্সের একটি বিমানকে প্রস্তুত রাখা হয়েছে। এই অস্থির পরিস্থিতিতে ওলি নিজের সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন বলে খবর এসেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের