
প্রতিবেশী রাষ্ট্র নেপালের চলমান সহিংস বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তির বার্তা দেন এবং সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের এলাকাগুলোতেও সতর্ক থাকার আহ্বান জানান।
মমতা বলেন, নেপাল আমার দেশ নয়, এটা একটি বিদেশি রাষ্ট্র। এই বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ার নয়, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তবে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমরা এদের ভালোবাসি। কেন্দ্র অনুমতি দিলে কিছু বলতে পারি। কিন্তু আমি চাই, সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় থাকুক।
তিনি আরও বলেন, শিলিগুড়ি, কালিম্পংসহ বিস্তৃত সীমান্ত এলাকায় কেউ যেন কোনো গণ্ডগোলে জড়িয়ে না পড়ে। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেন, কেউ যেন এই মুহূর্তে ঝুঁকি নিয়ে নেপালে না যান। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হঠাৎ করে কেউ নেপালে না যান। শিলিগুড়ি থেকেই নেপালের পরিস্থিতি কভার করা সম্ভব। আমাদের প্রথম অগ্রাধিকার নিরাপত্তা।
উল্লেখ্য, নেপালে চলমান ‘জেন-জি’ আন্দোলনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির প্রেক্ষাপটে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গেও সীমান্ত-সতর্কতা জারি রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম