
অনলাইন ও অফলাইনে চীনজুড়ে শিশুযত্ন-ভর্তুকির আবেদন নেওয়া শুরু হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র হু ছিয়াংছিয়াং। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবারকে সহায়তা প্রদান ও শিশু জন্মে উৎসাহ দেওয়া।
চীন গত জুলাই মাসে এই জাতীয় ভাতা কর্মসূচি ঘোষণা করে, যা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আওতায় প্রতি বছর ২ কোটিরও বেশি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম