বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

জামায়াতে ইসলামীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৫

Google News
জামায়াতে ইসলামীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

অস্ট্রেলিয়ার হাইকমিশনার মান্যবর মিস সুসান রাইলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মান্যবর হাইকমিশনারের বাসভবনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ মোট পাঁচজন প্রতিনিধি।

জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধি দলে অংশ নেন- দলের নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ডা. হাবিবা চৌধুরি সুইট।

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর) পদ্ধতি এবং গণতন্ত্রকে অর্থবহ ও কার্যকর করে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এছাড়াও নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক খাতে স্বাধীন ও কার্যকর অংশগ্রহণ বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি খাত ও তৈরি পোশাক শিল্প বিষয়ে বিশদ আলোচনা হয়।

উল্লেখ্য, আলোচনার এক পর্যায়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার এবং কার্যক্রমের প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর সুসান রাইল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের