বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাতীয় নির্বাচনে ৪৬৮টি ভোটকেন্দ্র বাড়িয়ে খসড়া তালিকা প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ১০ সেপ্টেম্বর ২০২৫

Google News
জাতীয় নির্বাচনে ৪৬৮টি ভোটকেন্দ্র বাড়িয়ে খসড়া তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী এবার ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি যা আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৪৬৮টি বেশি। গত নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই খসড়া তালিকা প্রকাশ করেন। সচিব জানান, গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করে এই খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১২ অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

ভোটকক্ষ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন সচিব। তিনি জানান, পুরুষ ভোটারের জন্য প্রতি কক্ষে ৬০০ জন হিসেব করে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি কক্ষ, আর নারী ভোটারের জন্য প্রতি কক্ষে ৫০০ জন হিসেবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এবার খসড়া তালিকায় মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ রাখা হয়েছে। তবে গত জাতীয় নির্বাচনে এ সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি, অর্থাৎ এবার কক্ষ কমেছে ১৭ হাজার ৪২৬টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র এবং কক্ষগুলোর চূড়ান্ত তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের