শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

নুরকে দেখতে গিয়ে কাঁদলেন সাদিক কায়েম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

Google News
নুরকে দেখতে গিয়ে কাঁদলেন সাদিক কায়েম

নবনির্বাচিত শিবির প্যানেলের সভাপতি সাদিক কায়েম ও অন্যান্য সদস্যরা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালে নুরকে দেখতে যান তারা। এ সময় নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই।

নুরকে দেখতে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার নুরুল হক নুর।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এদিকে আগামী চার-পাঁচ দিনের মধ্যেই ভিপি নুরুল হক নুরকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের